1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় সাংবাদিক কন্যা ঊর্মিকে ধর্ষণ শেষে হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন পিরোজপুরের ইন্দুরকানীতে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলায় বাবা ও ছেলে গ্রেপ্তার  মুন্সিগঞ্জে স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড মুন্সীগঞ্জে নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে সনাকের মানববন্ধন কাউখালী উপজেলা যুবদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধর্ষকদের মৃত্যুদণ্ড কার্যকরের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কাউখালীতে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত গজারিয়া তেতৈতলা জামালদী সংযোগ সড়ক পরিদর্শন নির্বাহী প্রকৌশলী গজারিয়া নিখোঁজের দুই দিন পর নৌযান শ্রমিকের লাশ উদ্ধার ভেড়ামারায় সিআরবি উদ্যোগে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন

ফুলপুরে আঞ্জুমানে হেমায়েতে ইসলামের সাংবাদিকদের সাথে মতবিনিময়

  • প্রকাশিত: শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ২৯২ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ফুলপুরে স্থানীয় সাংবাদিককদের সাথে ঐহিত্যবাহী প্রতিষ্ঠান আঞ্জুমানে হেমায়েতে ইসলামের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় ফুলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেলের সভাপতিত্বে শনিবার বেলা সাড়ে এগারো টায় আঞ্জুমান সুপারমার্কেটের দ্বিতীয়তলায় নিজ অফিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় আঞ্জুমানে হেমায়েতে ইসলামের সাধারণ সম্পাদক সাবেক এমপি অ্যাড. আবুল বাসার আকন্দ তার বক্তব্যে জানান, বিগত ১৯৪৩ সনে আঞ্জুমানে হেমায়েতে ইসলাম নামে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়ে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমসহ প্রতিষ্ঠানের কিছু ভূমি ক্রয় করা হয়। ক্রয়কৃত ভূমির মধ্যে কাজিয়াকান্দা মাদ্রাসা সংলগ্ন ১.০০ একর ভূমিতে সর্বজনীন গোরস্থান ও ফুলপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ৭৬ শতাংশ ভূমিতে আঞ্জুমান সুপার মার্কেট নির্মিত হয়। এ ছাড়া আঞ্জুমানের সাবকবলা দলিলমূলে ক্রয়কৃত ফুলপুরের থানা রোড সংলগ্ন ১.৮৭৫ একর ভূমির মধ্যে ১.২২ একর ভূমি ভুলক্রমে সড়ক ও জনপথ বিভাগের নামে রেকর্ডভুক্ত হয়ে যায়। এ ব্যাপারে আঞ্জুমানে হেমায়েতে ইসলামের দায়েরকৃত ভুল সংশোধনী একটি মামলাটি দীর্ঘদিন বিচারাধীন ছিল। আঞ্জুমানের বর্তমান কমিটির জোর তৎপরতায় গত ৫ এপ্রিল-২০২৩ তারিখে ময়মনসিংহের ল্যান্ড সার্ভে ট্রাইবুনালের বিজ্ঞ বিচারক মোঃ হাফিজ আল আসআদ মামলাটির আঞ্জুমানের পক্ষে রায় ঘোষণা করেন। সাধারণ সম্পাদক তার বক্তব্যে অভিযোগ করেন যে, কিছু কুচক্রী মহল তাদের স্বার্থে আঘাত লাগায় এই ভুমির ব্য্যপারে অপপ্রচার চালাচ্ছে। এ প্রসঙ্গে আঞ্জুমানে হেমায়েতে ইসলামের ভারপ্রাপ্ত সভাপতি আতাউল করিম রাসেল বলেন, আঞ্জুমানের সকল সম্পদ সমাজের অসহায় মানুষের জন্য নিবেদিত। এই সম্পদ রক্ষণাবক্ষেণের দায়িত্ব কমিটির। তাই অসহায় মানুষের এই সম্পদের এক ইন্চি অন্যায়ভাবে কাউকে আত্মসাত করতে দেওয়া হবে না। মতবিনিয় সভায় কমিটির অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ফুলপুর পৌরসভার সাবেক মেয়র আমিনুল হক, জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল খালেক, ফুলপুর মহিলা কামিল মাদ্রাসার অধ্যক্ষ শাহ তোফাজ্জল হোসেন প্রমুখ। সভায় কমিটির সকল কর্মকর্তা বর্তমান কমিটির কার্যক্রমের স্বচ্ছতা তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন। বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকর সাংবাদিকরা সভায় উপস্থিত ছিলেন। পরে বেলা ৩ টায় আঞ্জুমান হেমায়েতে ইসলামের নতুন যায়গায় আঞ্জুমানের সদস্য মরহুম আলহাজ্ব রিয়াজ উদ্দিন খলিফা সহ যারা মৃত্যু বরন করেছে তাদের সকলের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত সকলের উদ্দেশ্যে আঞ্জুমানে সদস্য উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক সাবেক উপজেলা সফল ভাইস চেয়ারম্যান অধ্যাপক হাবিবুর রহমান বলেন আঞ্জুমানের জায়গার এক ইঞ্চি মাটি আমরা কাউকে দেবো না এবং কারর জমি আমরা নেব না পরিশেষে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন তিনি। মোনাজাত করেন মাওলানা জালাল উদ্দীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓