৬-দাফা বাস্তবায়নের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে মানব বন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি জুলমাত হোসেনের সভাপতিত্বে ও সংগ্রামী সাধারণ সম্পাদক সোহেল রানার আহবানে এ মানব বন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার(২২ জুলাই) শহরের প্রবেশদ্বার বাজার স্টেশন গোল চত্বরে বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত ঘন্টা ব্যাপি এ মানব বন্ধন কর্মসূচি পালন করা হয়। মানব বন্ধন চলাকালে বক্তাগন বলেন, আমরাও মানুষ।৷ মানব সেবা উন্নয়নে বিভিন্ন রোগী-রোগীনিদের দ্রুত চিকিৎসা সেবা সহায়তা ও জীবন বাঁচাতে আমরা অ্যাম্বুলেন্সে পরিবহনের মাধ্যমে মানুষদের সেবা দিয়ে থাকি। আর এ অ্যাম্বুলেন্স পরিবহনে নানাবিধ সমস্যা সমূহ দুরি করনের লক্ষে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে মাননীয় প্রধানমন্ত্রী-বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃস্টি আকর্ষণ করে নিম্ন বর্ণিত দাবি উপস্থাপন করেন। (১) সেবাখাতে অ্যাম্বুলেন্স এর প্রাইভেট করের আয়কর (বিআরটিএ) কর্তৃক (এআইটি) নেয়া বন্ধ করতে হবে। (২)অ্যাম্বুলেন্স এর জাতীয় নীতিমালা দিতে হবে,(৩) মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত অ্যাম্বুলেন্স এর টোল ফ্রি বাস্তবায়ন করতে হবে,(৪) হাসপাতাল সমূহে অ্যাম্বুলেন্স পার্কিং সুবিধা দিতে হবে, (৫) অ্যাম্বুলেন্সে রোগী থাকা অবস্থায় দ্রুত গ্যাস দিতে হবে এবং (৬) সড়ক ও মহাসড়কে অ্যাম্বুলেন্স চলাচলে হয়রানী মুক্ত পথ চলতে দেয়াসহ আলাদা লেন করে দেয়ার জোর দাবি জানান। এসময় বক্তাগন বলেন- আগামী ২৫ জুলাই ২০২৩ ইং তারিখের মধ্যে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক-শ্রমিক কল্যাণ সমিতি কর্তৃক উপরে উল্লেখিত ৬ দফা দাবি সমূহ বাস্তবায়ন করা না হলে আগামীতে বৃহত্তর কর্মসূচি প্রদান করা হবে বলে জানান। মানব বন্ধন অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক ও শ্রমিক কল্যাণ সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি আব্দুর রহিম মুসা, যুগ্ম-সাধারণ সম্পাদক মনি শেখ,সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ, সড়ক সম্পাদক করিম শেখ, কোষাদক্ষ ফারুক আহমেদ, প্রচার সম্পাদক অপু শেখ,সদস্য শরীফ আহমেদ, মুকুল হোসেন, শাহ আলম শেখ সহ সংগঠনের সাবেক নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ এবং বিভিন্ন উপজেলা ও থানা থেকে আগত সদস্যগনের উপস্থিতিতে এ মানব বন্ধন কর্মসূচি পালন করা হয়।