ময়মনসিংহের ফুলপুরে জাতীয় পাবলিক সার্ভিস দিবস- ২০২৩ পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (২৩ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে রেলী ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)অমিত রায় কল্লোল, ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি অফিসার ফারুক মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার, সমাজ সেবা অফিসার শিহাব উদ্দিন খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাসরিন আক্তার,বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার,সাংবাদিক মোঃ নাজিম উদ্দিন এস আই খালেক প্রমুখ।