নিরাপদ মাছে ভরবো দেশ, গরবো স্মার্ট বাংলাদেশ ” এ প্রতিপাদ্য কে সামনে রেখে ২৪ জুলাই হতে ৩০ জুলাই পর্যন্ত সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ-২৩ উদযাপিত হতে যাচ্ছে। এ উপলক্ষে মৎস্য সম্পদে সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে ঝালকাঠির রাজাপুরে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৪ জুলাই) সকাল ১১ টায় জেলার রাজাপুর উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সিনিয়র মৎস্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত সভায় সিনিয়র মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক মৎস্য বিভাগের ব্যাপক সফলতা তুলে ধরেন। এ সময় বক্তব্য রাখেন রাজাপুর উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা মাহমুদুল হাসান, মাইটিভির ঝালকাঠি প্রতিনিধি সাইদুল ইসলাম। সভায় স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।