সিরাজগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের উর্ধ্বমুখী ভবনের উদ্বোধন অনুষ্ঠিত।শনিবার (২৯ জুলাই) সকালে সিরাজগঞ্জ পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের উর্ধ্বমুখী ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সাবেক সফল মন্ত্রী ও সিরাজগঞ্জ জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস। অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল পিপিএম-বিপিএম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শরিফুল ইসলাম তাসফুল,জেলা পরিষদ সদস্য একরামুল হক, জুঁই পারভিন। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ হান্নান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সিরাজগঞ্জ মোঃ রেজওয়ানুল ইসলাম, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার জাকির আহমেদ, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার আরজিনা খাতুন, সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)খাদিজা পারভিন রুমি প্রমূখ উপস্থিত ছিলেন।