জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামাল এর ৭৪ তম জন্ম বার্ষিকী যথাযোগ্য মর্যদায় পিরোজপুরের মঠবাড়িয়া পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (৫ আগষ্ট) সকাল ১০ টায় বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামাল এর প্রতিকৃতিতে ফুলদিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সকাল সাড়ে ১০ টায় শহীদ মাখন লাল দাশ মিলনায়তনে তাঁর স্মৃতিচারণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ূম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক খান মজনু, উপজেলা সহকারি কমিশণার (ভূমি) সৈকত রায়হান, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফেরদৌস ইসলাম, ওসি অপারেশন আব্দুল হালিম প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মোঃ জিয়ারুল ইসলাম, কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, সিনিয়র মৎস্য কর্মকর্তা অব্ধন বিশ^াস, শিক্ষা কর্মকর্তা মোঃ অলি আহাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান মিজু, উপজেলা প্রেসক্লাব সভাপতি মজিবর রহমান, সাংবাদিক ইউনিয়ন সভাপতি জামাল এইচ আকনসহ বিভিন্ন সরকারী, বে-সরকারী প্রতিষ্ঠন প্রধান, গণমাধ্যম কর্মি, রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষাথীবৃন্দ। পরে উপজেলা পরিষদ চত্বরে ফলজ বৃক্ষ রোপন করা হয়। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বাড়ির আঙ্গিনায় রোপনের জন্য শিক্ষক ও সুধি সমাজের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ গাছের চারা বিতরণ করা হয়। শেষে বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামাল, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবারের শহীদ সদস্য এবং সকল শহীদদের রূহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।