1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
গজারিয়া বিএনপির পক্ষ থেকে অসহায় ও দুস্হদের মাঝে ত্রান বিতরণ রাজাপুরে বিএনপির ২০ নেতাকর্মী যোগ দিলেন জামায়াতে পিরোজপুরে গোপন অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ১ তারেক রহমানের নেতৃত্বে দেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি হবে : আহমেদ সোহেল মঞ্জুর সুমন আওয়ামী লীগ ফ্যাসিবাদ ও আগুন সন্ত্রাস থেকে এখনো বের হতে পারেনি: মীর সরফত আলী সপু গজারিয়া ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে থেমে থাকা ট্রাকে দুর্বৃত্তদের আগুন গাজীপুরে সাংবাদিকের বাড়ির গাছ কেটে নেওয়ার অভিযোগ কাউখালীতে নৈরাজ্য ও সহিংসতা প্রতিরোধে পুলিশের বিশেষ মহড়া উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি নিয়ে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত পিরোজপুরে ‘জার্নালিজম ফর সুন্দরবন’ সভা অনুষ্ঠিত

অতিবর্ষণে পিরোজপুরের নিম্নাঞ্চল প্লাবিত, জনজীবনে দুর্ভোগ

  • প্রকাশিত: সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ৩৬৯ বার পড়া হয়েছে

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে পিরোজপুরে টানা দুই দিনের বর্ষণ ও জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। জেলার ৭টি উপজেলা ও ৪টি পৌরসভার ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলের খেত, ডুবে গেছে মাছের ঘের। জনগুরুত্বপূর্ণ সড়কের খানাখন্দে, শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে, বসত বাড়িতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনজীবনে দুর্ভোগ দেখা দিয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, জেলার নদী তীরবর্তী ও নিম্নাঞ্চলের বাসিন্দারা অতিবৃষ্টি ও জোয়ারের পানিতে প্লাবিত হয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছে। এসব এলাকার সড়কে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। রবিবার থেকে শুরু হওয়া দুই দিনের অব্যাহত ভারী বর্ষণে ব্যবসা-বাণিজ্যসহ সাধারণ জনজীবনে বিপর্যয় নেমে এসেছে পুরো জেলা জুড়ে। এলাকার অনেক বসত বাড়ি ও রান্না ঘরে বৃষ্টির পানি প্রবেশ করেছে বলে জানা গেছে স্থানীয় সূত্রে। জেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ পানিতে তলিয়ে গেছে। অনেক স্কুলের শ্রেনী কক্ষেও বৃষ্টির পানি ঢুকে পড়েছে। কাউখালী উপজেলা পরিষদের পুরাতন ভবনের নিচ তলার হিসাব রক্ষন, বন বিভাগ, প্রকৌশলী, কৃষি অফিসের কক্ষ গুলোতে বৃষ্টির পানি ঢুকে পড়েছে। এছাড়াও উপজেলার কাউখালী- নৈকাঠি সড়কে সকালে গাছ পড়ে তিন ঘন্টা সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। গাছ পড়ে বাড়ি ঘর ভেঙ্গে যাওয়ার ঘটনাও ঘটেছে। কাউখালী উপজেলার বাসষ্টান্ড এলাকার শিব শংকর দাশ বলেন, গত দুই দিন ধরেই একটানা ভারী বর্ষণের ফলে আমরা পানিবন্দি অবস্থায় আছি। ঘরের সামনে হাটু সমান পানি। ঘর থেকে বের হওয়াই আমাদের জন্য দুষ্কর হয়ে পড়েছে। ঘর থেকে বের হওয়া যাচ্ছে না। স্বাভাবিক জীবনযাত্রায় নেমে এসেছে স্থবিরতা। রান্না রান্না ঘরে পানি ঢুকে পারায় রান্না করতে কষ্ট হচ্ছে। পিরোজপুর জেলা প্রসাশক মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, টানা বর্ষণে জেলার নিম্নাঞ্চল জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমরা খোঁজ নিচ্ছি। টানা বর্ষণের ফলে নিম্ন আয়ের মানুষদের কষ্ট হচ্ছে। আমরা তাদের যথাসাধ্য সহায়তা করব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓