1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে গাঁজা সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাজিরপুরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে জনমত সমাবেশ ‎পিরোজপুরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত মুন্সিগঞ্জে অবৈধ ড্রেজার ব্যবসায়ীদের রমরমা মহা উৎসব রাজনীতিতে যার নাম বার বার উঠে আসে …… কে সেই ব্যাক্তি পিরোজপুরে হত্যার দায়ে ৩ জনের যাবজ্জীন কারাদন্ড পিরোজপুরে ওয়াল্ড ভিশনের উদ্যোগে স্থানীয় শিশু ও যুব ফোরামের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত গজারিয়া তারেক রহমান কর্তৃক উপস্থাপিত ৩১দফা দাবি বাস্তবায়নে লিফলেট বিতরণ মুন্সিগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন: গ্রামবাসীর ধাওয়া, ২ লাখ টাকা জরিমানা

নাজিরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগ ও ছাত্রদলের সংঘর্ষে আহত ১৩

  • প্রকাশিত: বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ২৫৪ বার পড়া হয়েছে

পিরোজপুরের নাজিরপুরে ছাত্রলীগ ও ছাত্রদলের সংঘর্ষে কমপক্ষে ১৩ জন আহত হয়েছে বলে উভয় পক্ষের দেয়া তথ্য সূত্রে জানা গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার (৮ আগস্ট) উপজেলার মাটিভাঙ্গা ডিগ্রী কলেজে। এ ঘটনায় আহত ওই কলেজ ছাত্রলীগের সৌরভ খন্দকার (১৮), মো. সবুজ শেখ (১৬) এবং ছাত্রদলের রাকিবুল ইসলাম (১৮), আল শাদিদ ইসলাম সিয়াম (১৮) ও বাদল শিকদার (১৮) এ ৫ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। তারা সবাই ওই কলেজের প্রথম বর্ষের ছাত্র। আহত ছাত্রলীগ কর্মী সবুজ শেখ জানান, ওই দিন বেলা সাড়ে ১১টার দিকে তাদের কলেজের বন্ধু ও ছাত্রলীগ নেতা সবুজ সহ কয়েক বন্ধুকে ওই কলেজ ছাত্রদলের ইয়ার কমিটির সভাপতি মুন্না সহ কয়েকজনে মারধর করে। এ নিয়ে জানতে ছাত্রলীগ কর্মী সবুজ সহ কয়েকজনে সেখানে গেলে তাদেরও মারধর করা হয়। এতে ছাত্রলীগের সৌরভ ও সবুজ সহ ৭-৮ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় মাটিভাঙ্গা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। আহত ছাত্রদল কর্মী রাকিবুল ইসলাম জানান, গত ৩-৪ দিন আগে শ্রেনীকক্ষে বসা নিয়ে কথা কাটাকাটি হয়। এর জের ধরে ছাত্রলীগের ১৫-২০ কর্মীরা তাদের ডেকে নিয়ে মারধর করে। বিষয়টি নিয়ে কলেজের অধ্যক্ষের কাছে বিচার দিয়ে বের হওয়ার সময় আবারও মারধর করে। এতে তারা সহ ৫ কর্মী আহত হয়েছেন। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ মো. আব্দুস ছালাম জানান, আহতদের কলেজের শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যদের সহায়তায় চিকিৎসা দেয়া হয়েছে। বিষয়টি স্থানীয়ভাবে মিটমাট করে দেয়ার চেষ্টা চলছে। নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, এ বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায় নি। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓