বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের আঃ রকমান হাওলাদারের পুত্র মোঃ গোলাম মোস্তফা হালদার এক বছরের সাজা থেকে বাঁচতে ৩৫ বছর পলায়ন করেও শেষ রক্ষা হয়নি, অবশেষে ধরা খেলেন বাবুগঞ্জ থানা পুলিশের হাতে। এবিষয়ে বাবুগঞ্জ থানার উপ পরিদর্শক এ এসআই জসীমউদ্দীন জানান,গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা সাভার মডেল থানা পুলিশের সহায়তায় সাভার মডেল থানাধীন চাপাইন তালতলা আসামীর বর্তমান নিজ বাসা থেকে বাবুগঞ্জ থানার মামলা নাম্বার-০৬ তারিখঃ১৬/০৬/১৯৮৮ জি আর নং-৩৪/১৯৮৮ এর ০১ (এক) বছরের সাজা প্রাপ্ত ১৯৮৮ সাল থেকে পলাতক আসামী মোঃ গোলাম মেস্তফাকে গ্রেফতা করে। পরে তাকে গ্রেপ্তার পূর্বক বরিশাল বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এবিষয়ে বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ তুষার কুমার মন্ডল জানান, অনেক খোঁজাখুঁজি পরে বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানতে পেরে আমরা তাকে ঢাকা সাভার থানা এলাকা থেকে আটক করে, আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।