পিরোজপুরের কাউখালীত পণ্যর মান যাচাইয়ে অভিযান চালিয়ে ৩টি প্রতিষ্ঠানকে ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেছ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে জেলা কার্যালয়। সোমবার (১৪ আগষ্ট) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী বিভিন্ন অপরাধের অভিযোগে কাউখালীর দক্ষিন বাজারের জননী ফার্মেসীকে ২ হাজার টাকা, বলাকা কনফেকশনারীকে ২হাজার ৫শত টাকা, বাদল স্টারকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যবসায়ীদর মধ্যে লিফলেট বিতরণ করেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় কাউখালী থানা পুলিশ তাদের সহযাগিতা করে।