মেয়াদোর্ত্তীণ ওষুধ রাখা ও ওষুধের গায়ে মেয়াদোর্ত্তীণের লেভেল না থাকায় পিরোজপুরের কাউখালীতে দুই ফার্মেসীর মালিককে আর্থিক জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার (২৭ আগষ্ট ) দুপুরে জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক দেবাশীষ রায় দুই ব্যবসায়ীকে সাত হাজার টাকা জরিমানা করেন। ভোক্তা অধিকারের সহকারি পরিচালক দেবাশীষ রায় জানান, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে কাউখালীতে অভিযান পরিচালনা করা হয়।এ সময় ওষুধের গায়ে মেয়াদ উত্তীর্ণের লেভেল না থাকায় উপজেলা শহরের মানিক মিয়া কিন্ডারগার্টেন স্কুল সংলগ্ন সিদ্দিক ডেন্টাল আই এন্ড হারবাল মেডিকেলের মালিক সাইফুল্লাহ সিদ্দিকীকে ৫ হাজার টাকা ও শিয়ালকাঠির চৌরাস্তার সিয়াম ড্রাগ হাউসের মালিক আনোয়ার হোসেন মন্টুকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখায় ২ হাজার টাকা করে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়।