কাউখালী উপজেলা জাতীয় পার্টির (জেপি) সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট ক্রিয়া সংগঠক মো. শাহ আলম তালুকদারের মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সোমবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলা জাতীয় পার্টির (জেপি) দলীয় কার্যালয়ে এ শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জাতীয় পার্টি জেপির সভাপতি আবু সাঈদ মিঞা মনু’র সভাপতিত্বে শোকসভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এ.কে.এম আব্দুস শহীদ. উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, সহ-সভাপতি সুনীল কুণ্ডু, সদর ইউপি চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা জেপি’র সাধারণ সম্পাদক মনজুরুল মাহাফুজ পায়েল, সহ-সভাপতি মো. নুরুল আমিন, যুগ্ম-সাধারণ সম্পাদক বজলুর রহমান নান্নু, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হাসান জুয়েল, জেপি নেতা অধ্যক্ষ আব্দুস সামাদ, খান মো. বাচ্চু, রাজু আহম্মেদ, মলিন বরন ঢালী, উপজেলা যুব সংহতির সভাপতি নুরুজ্জামান মনু, মরহুম শাহ আলম তালুকদারের ছেলে সম্রাট এবং সাবেক ছাত্র সমাজ নেতা প্রবাসী ইমাম হোসেন প্রমুখ। এ সময় জেপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ১৮ আগস্ট শুক্রবার দুপুরে মো. শাহ আলম তালুকদার নিজ বাসায় ইন্তেকাল করেন।