1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
পটুয়াখালীর নিজ এলাকায় নুরুল হক নুরের গণসংযোগ ও জনসভা অনুষ্ঠিত রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে ভয়াবহ ভূমিকম্প পিরোজপুরে টিএফজিবিভি প্রতিরোধে গণমাধ্যম কর্মশালা অনুষ্ঠিত নেছারাবাদে নুরুল ইসলাম মঞ্জু ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের ফ্রি চক্ষু চিকিৎসা প্রদান গজারিয়া শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ মুন্সীগঞ্জে দুই বেকারীর মালিককে ২৮ হাজার টাকা জরিমানা গজারিয়া ‎বাউশিয়ায় শীতবস্ত্র বিতরণ করেন বিএনপি’র কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান রতন গজারিয়া জেলেদের মাঝে বিএনপি নেতা কামরুজ্জামান রতনের জাল বিতরণ স্বাধীনতা বিরোধী জামায়াতকে ভোট না দেয়ার আহ্বান জানান সোহেল মঞ্জুর আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী – আহম্মদ সোহেল মঞ্জুর সুমন

কাউখালীতে এইচএসসি পরীক্ষায় নকল করায় ৪ শিক্ষার্থী বহিষ্কার, চার শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ৩২১ বার পড়া হয়েছে

পিরোজপুরের কাউখালীতে এইচএসসি( কারিগরী) ও আলিম পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে চার পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) সরকারি কাউখালী গান্ডতা ইউনিয়ন বালক উচ্চ বিদ্যালয় (কারিগরি) ও কেন্দ্রীয় আলিম পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ বায়েজিদুর রহমান তাদের বহিষ্কারের আদেশ দেন। বহিস্কৃত শিক্ষার্থীরা হলো কাঠালিয়া কারিগরি কলেজের সাব্বির হোসেন, ইয়াসমিন জামান, কাউখালী কেন্দ্রীয় আলিম মাদ্রাসার শরিফুল ইসলাম ও জোলাগাতী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মুক্তা আক্তার। এছাড়া ওই কক্ষে দায়িত্ব পালন কৃত নাঙ্গুলী নেছারিয়া ফাজিল মাদ্রাসারা শিক্ষক আনোয়ার হোসেন, জামান, দারুচ্ছুন্নাত জামেয়া এ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক আবু জাফর ও বিজয়নগর ইসলামীয়া আলিম মাদ্রাসার শিক্ষক হাবিবুল্লাহ মেজবাহকে কারন দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। কাঠালিয়া পি জি এস কারিগরি কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মো: নাসির উদ্দিন আহমেদ বলেন, এইচএসসির (কারিগরি) ব্যবসায় সংগঠন বিষয়ের পরীক্ষা চলাকালে কেন্দ্র নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিদর্শনে আসেন। তখন কাঁঠালিয়া কারিগরি কলেজের দুই পরীক্ষার্থীকে অসদুপায় (নকল) অবলম্বনের সময় হাতেনাতে ধরে ফেলেন। পরে তাদের বহিষ্কারের আদেশ দেন। কাউখালী কেন্দ্রীয় আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মাওলানা হোসাইন বলেন, আলিম হাদিস বিষয়ের পরীক্ষা চলাকালে জোলাগাতী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ও কাউখালী কেন্দ্রীয় আলিম মাদ্রাসার দুই পরীক্ষার্থীকে অসদুপায় (নকল) অবলম্বনের সময় তাদেরকে বহিষ্কার কার হয়। এছাড়াও ওই সব কক্ষে দায়িত্ব পালন কৃত চার শিক্ষককে কারন দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। কেন্দ্র নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ বায়েজিদুর রহমান বলেন, এইচএসসি ও আলিম পরীক্ষার কেন্দ্র দু’টিতে দায়িত্বে থাকা শিক্ষকদের চোখ ফাঁকি দিয়ে অসদুপায় অবলম্বন করেছিল চার শিক্ষার্থী। পরে তাদের বহিষ্কার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓