ঝালকাঠির রাজাপুর উপজেলা সদরের কেন্দ্রীয় শ্রী শ্রী মহাশ্মশান ঘাট ও কালীমন্দীর এর ত্রি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় মন্দিরের সাধারণ সম্পাদক বাবু নীহার রঞ্জন মিস্ত্রীর পরিচালনায় বিশেষ সভায় উপস্থিত সবার সম্মতিক্রমে পূর্বের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে আগামী এক বছরের জন্য ৩১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। এতে অধির মালাকারকে সভাপতি ও রবিন দেবনাথকে সাধারণ সম্পাদক এবং উজ্জল মালাকারকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি অনিল চন্দ্র শীল, সুজন হালদার, বিধান মন্ডল, নেপাল বালা, সুমন নন্দী, যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ শীল, কোষাধ্যক্ষ- বিপলু দাস মাতুব্বর, সহ-কোষাধ্যক্ষ শিশির কুমার, সহ- সাংগঠনিক সুজিত কুমার,আইন বিষয়ক সম্পাদক স্বাপন খা, দপ্তর সম্পাদক অনিল চন্দ্র, প্রচার সম্পাদক মৃত্যুজয় শীল, সাংস্কৃতিক সম্পাদক সুধাংসু কুমার, মহিলা বিষয়ক সম্পাদীকা মিলন রানী, কার্যনির্বাহী সদস্য তপন কুমার, চঞ্চল কর্মকার, সমির মালাকার, অমল চন্দ্র দেবনাথ, বিধান মালাকার, সৌরভ মালাকার প্রমূখ।