1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালী উপজেলা স্কাউটস এর কমিটি গঠন: ইউএনও স্বজল মোল্লা সভাপতি, সুব্রত কমিশনার গজারিয়া ৩ মাদক ব্যবসায়ী আটক ইন্দুরকানীতে ট্রাক্টরের ফালে ক্ষতবিক্ষত হয়ে কিশোরের মৃত্যু কাউখালীতে জিয়াউর রহমান এর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত কাউখালীতে বাল্যবিয়ের অপরাধে বরের ৭ দিনের কারাদণ্ড আওয়ামী লীগের সাথে দ্বন্দ্ব নাই, যারা অন্যায় করেছে তাদের বিচার চাই—আব্দুল আউয়াল মিন্টু মুন্সীগঞ্জে সচিবের বাড়িতে ডাকাতির ৭ আসামি গ্রেপ্তার করেছে গোয়েন্দা রাজাপুরে চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ায় মনিরুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা পিরোজপুরে সেনা সদস্যকে কুপিয়ে আহত : গ্রেফতার-৩ রাঙ্গাবালীতে ইসলামী সুদমুক্ত ফাউন্ডেশনের আলোচনা সভা

রাজাপুরে মাঠে ফেলে পাঁচ শিক্ষার্থীকে বেধড়ক মারপিটের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

  • প্রকাশিত: সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪৬ বার পড়া হয়েছে

ঝালকাঠির রাজাপুরে প্রশ্নের উত্তোর লিখতে না পাড়ায় ও ক্লাসরুমে খেলা করার অযুহাত দিয়ে পঞ্চম শ্রেণির পাঁচজন শিশু শিক্ষার্থীকে স্কুল মাঠে ফেলে মধ্যযুগীয় কায়দায় অমানুষিক নির্যাতন ও বেত দিয়ে পিটিয়েছে স্কুলের সহকারি শিক্ষক গিয়াস উদ্দিন সোহাগ। রোববার ৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় উপজেলার সাতুরিয়া ইউনিয়নের ৯নং লেবুবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। স্কুলের সহকারি শিক্ষক গিয়াস উদ্দিন সোহাগের এ অমানুষিক কর্মকান্ডে অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় আহত শিক্ষাথীর্রা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং তাদের মধ্যে দুই শিক্ষার্থী মারধরের শিকার হয়ে জ¦রে আক্রান্ত এবং অপর শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করায় ক্লাসে উপস্থিতি কমে গেছে। আহত শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, ওই স্কুলের সহকারি শিক্ষক গিয়াস উদ্দিন সোহাগ ব্লাকবোর্ডে দুটি প্রশ্ন লিখে তার উল্টর লিখতে বলে অন্য রুমে চলে যায়। কিছুক্ষণ পরে এসে শিশু শিক্ষার্থীদের লিখতে না পাড়া এবং ক্লাসে বসে দুষ্টমী করার অযুহাতে ক্ষিপ্ত হয়ে ৫ শ্রেণির শিক্ষার্থী মুরসালিন, আবু সালেহ, সিয়াম, নাজমুল, শাকিবকে প্রথমে চড় থাপ্পর ও পরে বেত এনে মধ্যযুগীয় কায়দায় মারধর করতে করতে মাঠে নিয়ে যায়। সেখানে নিয়ে কোমলমতি ৫ শিক্ষার্থীকে মাঠে ফেলে বেধরক মারধর করে অসুস্থ করে ফেলে। এ সময় অপর দুই ছাত্রী আয়শা ও সামিয়াকে মারধরের ভয় দেখালে এক শিক্ষার্থী অজ্ঞান হয়ে পরে। এসময় স্কুলের অপর শিক্ষার্থীরা ভয়ে আতঙ্কিত হয়ে কান্নাকাটি শুরু করলে বিদ্যালয়ের অন্য দুই শিক্ষক এসে অভিযুক্ত শিক্ষকের হাত থেকে বেত টেনে নিয়ে যায়। এ ঘটনার পর ৫ম শ্রেণির ৩৯ শিক্ষার্থীর মধ্যে ২৪ শিক্ষার্থী ছাড়া অন্যরা ভয়ে স্কুলে আসেনি বলেও অভিযোগ অভিভাবকদের। অভিয্ক্তু শিক্ষকের বিচার ও আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি করে অভিভাবক সহ বিদ্যালয়ের অন্য শিক্ষক ও কমিটির সদস্যরা। এ ব্যাপারে শিক্ষক গিয়াস উদ্দিন সোহাগ বলেন, ক্লাসে বসে প্রশ্নের উত্তর না লিখে কলম নিয়ে খেলায় এবং বেয়াদবি করায় শিক্ষার্থীদের শাস্তি হিসেবে চড় থাপ্পার ও কয়েকটি বেত্রাঘাত করা হয়েছে। শিক্ষার্থীরা পড়ালেখা না করা ও ক্লাসে দুষ্টমী করায় শাসন না করা হয়েছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লুৎফর রহমান বলেন, শিক্ষার্থীদের মারধরের বিষয়টি শিক্ষা অফিসার ও ম্যানেজিং কমিটির সভাপতিকে জানানো হয়েছে। কোমলমতি শিক্ষার্থীদের সাথে শিক্ষকের এ ধরনের আচরন দুঃখজনক। ঘটনার পর থেকে অভিভাবকরা শিক্ষার্থীদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছে। শিক্ষার্থীদের উপস্থিতও কমে গেছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ.কে.এম নুরুল আলম মৃধা জানান, বিষয়টি দুঃখজনক। সাতুরিয়া ইউনিয়নের দায়িত্বে থাকা সহকারি শিক্ষা কর্মকর্তাকে সরেজমিনে গিয়ে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হযেছে। প্রতিবেদন পেলে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিতপূবর্ক অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এর আগেও অভিযুক্ত এ শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের মারধর ও উগ্র আচরনের অভিযোগ রযেছে। তার বিরুদ্ধে জরুরি ভিত্তিতে শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানিয়েছেন অভিভাবক ও এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓