ঝালকাঠিতে বিদ্যালয়ের শিক্ষার্থী, ম্যানেজিং কমিটি এবং শিক্ষকদের সাথে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষে মতবিনিময় সভা করেছে শিক্ষা বোর্ড চেয়ারম্যান। সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ঝালকাঠি উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আব্বাস উদ্দিন খান।বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.বি.এম আনিসুর রহমান পলাশ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, বোর্ড সচিব আ ফ ম বাহারুল আলম।প্রধান অতিথির বক্তব্যে, শিক্ষা বোর্ড চেয়ারম্যান আব্বাস উদ্দিন খান বলেন, ‘স্মার্ট ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ। এরই ধারাবাহীকতায় দেশে শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে। প্রতিটি শিক্ষার্থীকে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের জোড়ালো ভুমিকা রাখতে হবে। আগামীদে স্মার্ট নাগরীকরাই গড়বে স্মার্ট বাংলাদেশ।’মতবিনিময় সভায় উদ্ধোধন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সঞ্জীব চন্দ্র বণিকের সঞ্চালনায় অন্যান্যের সাথে বক্তব্য দেন শিক্ষক রঞ্জন কুমার রায়, শিক্ষিকা বিনা মজুমদার, শিক্ষার্থী সীমান্ত এবং ফুরাত জাহান।