” পরিবর্তনশীল ও শান্তিপুর্ণ সমাজ গঠনে স্বাক্ষরতার প্রসার” এই প্রতিপাদ্যে পিরোজপুরের কাউখালীতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লার সভাপতিত্বে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার( ভূমি) মোহাম্মদ বায়েজিদুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায় প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, সরকারের সদিচ্ছা ও সহযোগিতায় স্বাক্ষরতার হার বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এবং স্বাক্ষরতার হার বৃদ্ধি পাচ্ছে।স্মার্ট বাংলাদেশ বিনির্মানে শিক্ষক, অভিভাবক ও শিক্ষা প্রশাসনের সাথে যারা জড়িত সকলের সহযোগিতায় সবাইকে স্বাক্ষরজ্ঞান করে তুলতে হবে। এ লক্ষে সবাইকে এ কাজে সহযোগিতার আহবান জানান।