ময়মনসিংহের ফুলপুর উপজেলার০৯ নং বালিয়া ইউনিয়নের দফদার মোঃ মিরাশ উদ্দিন, পিতামৃত- গিয়াস উদ্দিন,মাতা- রেজিয়া খাতুন,সাং- বেলটিয়া বালিয়া (উত্তর), থানা- ফুলপুর, জেলা,ময়মনসিংহের জন্ম তারিখ-১৫/০৯/১৯৬৪,তিনি ইং- ০১/০৯/১৯৯০ সালে দফদার হিসাবে গ্রাম পুলিশে যোগদান করে দীর্ঘ ৩৩ বছর চাকুরী জীবন শেষ করে অবসর জনিত বিদায় নিচ্ছেন। বিদায় বেলা তার ৩৩ বছরের বর্নাঢ্য চাকুরী জীবনের স্মৃতিকে স্মরণীয় করে রাখার জন্য সকল গ্রাম পুলিশদের সাথে ফুলপুর থানার সুযোগ্য অফিসার ইনচার্জ ওসি মোঃ আব্দুল্লাহ আল মামুন ও ইন্সপেক্টর তদন্ত ওসি বন্দে আলী এবং সেকেন্ড অফিসার মেহেদী হাসান সুমন,এস আই মোস্তাক আহমেদ, এস আই শাহাদাত হোসেন মুন্না, সহ ফুলপুর থানার সকাল অফিসার এসময় উপস্থিত ছিলেন, থানা হলরুমে বিদায়ী প্রার্থীর অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্টানের আয়োজন করা হয়েছে।এসময় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে ফুলপুর থানার বিভিন্ন অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন। বিভিন্ন পর্যায়ের অফিসারদের স্মৃতিচারণ মুলক বক্তব্য শেষে বিদায়ী প্রার্থীর বক্তব্য শুনে উপস্থিত সকলেই আবেগ আপ্লুত হয়ে পড়েন। বিদায়ী গ্রাম পুলিশকে ওসি আব্দুল্লাহ আল মামুন ফুলেল শুভেচ্ছা সহ শুভেচ্ছা উপহার প্রদান করে তাকে সম্মাননা জানান।