1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :

ফুলপুরে বালু ব্যবসায়ী শ্যামল হত্যায় ৩ জন গ্রেফতার

  • প্রকাশিত: সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭৯৭ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ফুলপুর উপজেলার আলোকদী গ্রামের বালু ও ড্রাম ট্রাক ব্যবসায়ী শ্যামলকে (২৭) হত্যার ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন। হত্যায় ব্যবহৃত দা, রক্ত মাখা কাপড় উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামি মুঞ্জুরুল হক(৩০) পিতা-দৌলত আলী, মোসাদ্দিক (৩৮) পিতা-সামছুল হক, মনিরুল ইসলাম (৩২),পিতা-বাবুল মিয়া, গ্রাম- আলোকদী, থানা-ফুলপুর, জেলা-ময়মনসিংহ। এ বিষয়ে ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, শ্যামল হত্যার ঘটনায় রবিবার রাতে ফুলপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন জনকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার মূল রহস্য উদঘাটনের জন্য আসামিদের দশ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় যারা জড়িত ছিল তাদের সবাইকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। জানা যায়, রবিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আলোকদী গ্রামের কাঁচা রাস্তায় বাবুলের দোকানের সামনে দা দিয়ে উপর্যুপরি কোপানো হয় বালু ও ড্রাম ট্রাক ব্যবসায়ী শ্যামলকে ঘটনাস্থলেই মারা যায় শ্যামল। এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। ফুলপুর উপজেলার সদর ইউনিয়নের আলোকদী গ্রামের হযরত আলী ম্যানেজারের ছোট ছেলে শ্যামল। এ ঘটনায় ফুলপুর থানায় রবিবার রাতে ১৩ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন মৃতের বড় ভাই উজ্জ্বল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓