বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন,‘শেখ হাসিনার অধীনে দেশে কোন নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে না। কেননা, আওয়ামীলীগ ভোট চোর। তারা দেশের মানুষের ভোটাধীকার কেরে নিয়েছে।গত কয়েকটি নির্বাচনে তার প্রমান মিলেছে। দেশের মানুষ আজ আ’লীগের কাছে জিম্মি হয়ে পড়েছে।আমরা আমাদের জীবনের বিনিময় হলেও এদেশের মানুষকে তাদের জিম্মি দশা থেকে মুক্ত করবো’।শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকালে পিরোজপুরে বিএনপির বরিশাল বিভাগীয় রোড মার্চ উপলক্ষে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য কালে তিনি এ কথা বলেন। এ সময় জাতীয় স্থায়ী কমিটির আর এক সদস্য বেগম সেলিমা রহমান বলেন,আওয়ামীলীগকে দেশের ক্ষমতায় থাকার আর কোন সূযোগ দেয়া হবে না। দিনের ভোট রাতে করে তারা দেশের মানুষের ভোটাধীকার কেরে নিয়েছে।ভোট কেন্দ্রে কোন ভোটার ছিলো না। তারা কুত্তা মার্কা নির্বাচন করে দেশের ক্ষমতায় রয়েছে।খালেদা জিয়াকে বিনা অপরাধে কারাগারে আটকে রেখেছে।তারেক রহমানে দেশে আসতে দিচ্ছে না। এভাবে একটি দেশ চলতে পারে না’।পিরোজপুর জেলার কাউখালী উপজেলার শিয়ালকাঠী চৌরাস্তা মাঠে জেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় বিএনপির নেতা অধ্যক্ষ আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সদস্য সচীব গাজী অহিদুজ্জমান লাভলু ও যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ব্যারিষ্টার শাহাজাহান ওমর (বীর উত্তম),ভাইস চেয়ারম্যান সাবেক এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান সরোয়ার,বরিশাল বিভাগীয় রোড মার্চের প্রধান সমন্বয়কারী ও দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাচিব হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক এ্যড. বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুস রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক সাইফ মোহাম্মাদ জুয়েল প্রমুখ।বরিশাল-খুলনা মহাসড়কের শিয়ালকাঠী রাস্তার পাশে অনুষ্ঠিত বরিশাল বিভাগীয় ওই রোড মার্চ সমাপ্তীর সমাবেশে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, শেখ হাসিনা আজ দেশের সাধারন মানুষের ভোট ও ভাতের অধিকার কেরে নিয়েছে। মানুষকে না খেয়ে মরতে হচ্ছে। কিন্তু ছাত্রলীগের নেতারাও হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাঠাচ্ছে।এ ঘটনা ইতিহাস হয়ে থাকবে। দেশের মানুষের অধিকার আদায়ে আমাদের সকলকে রাজ পথে থাকতে হবে।