পিরোজপুরের কাউখালীতে আসন্ন শারদীয় দূগাপুজার প্রস্তুতিমূলক সভা সোমবার (২ অক্টোবর) উপজেলা পরিষদ কমপ্লেক্সের হল রুমে অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু। এসময় বক্তব্য রাখেন কাউখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া,পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ অলক কর্মকার, চিরাপাড়া কালিবাড়ি সার্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি ইন্দ্রজিৎ পাল, কাউখালী প্রেসক্লাবের সভাপতি এনামুল হক প্রমুখ। এবার উপজেলায় ২৬ টি মন্দিরে পূজা মন্ডপে দূর্গাপুজার প্রস্তুতি চলছে।এ বছর উপজেলার সকল পূজা মন্ডপকে সিসি ক্যামেরার অন্তর্ভুক্ত করা হয়েছে এবং আইনশৃঙ্খলা ও মন্দিরের সব ধরনের নিরাপত্তার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা।