“মা ইলিশ রক্ষা করি, ইলিশ সমৃদ্ধ দেশ গড়ি” এই শ্লোগানে মা ইলিশ সংরক্ষন অভিযান ২০২৩ সফল করার লক্ষে পিরোজপুরের স্বরূপকাঠীতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেলে স্বরূপকাঠি নৌ পুলিশের আয়োজনে পৌরসভার হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়।সভায় খুলনা অঞ্চলের নৌ পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ শরিফুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।এ সময় তিনি চলমান অভিযানকে সফল করতে সকলের সর্বাত্মক সহযোগীতা কামনা করেন।স্বরূপকাঠী পৌর মেয়র গোলাম কবিরের সভাপত্তিত্বে ও নেছারাবাদ নৌ-পুলিশের ওসি বিকাশ চন্দ্র দে এর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন, নেছারাবাদ উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, নৌ-পুলিশের খুলনা অঞ্চলের সহকারী পুলিশ সুপার মোঃ আহসান হাবিব, নেছারাবাদ থানার ওসি (তদন্ত) মোঃ মাসুদ খান, প্রেসকাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান, স্বরূপকাঠী জেলে সমিতির সভাপতি মোঃ মোশারফ হোসেন প্রমুখ।সভায় নৌ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ, জন প্রতিনিধি, সাংবাদিক, মৎস্য অফিসের কর্মকর্তা ও স্থানীয় জেলেরা অংশ নেয়। সভা শেষে উপস্থিত জেলেদের মাঝে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করেন নৌ-পুলিশের সদস্যবৃন্দ।