পিরোজপুরের স্বরূপকাঠিতে মো. ইকবাল হোসেন (২৮) নামের এক ব্যাংক কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (২১ অক্টোবর) রাতে উপজেলার মিয়ারহাট বন্দরের একটি ভবনের তিনতলার ভাড়ার রুম থেকে ওই লাশ উদ্ধার করা হয়।রবিবার সকালে পুলিশ লাশ ময়না তদন্তে পিরোজপুর মর্গে পাঠিয়েছে।নিহত ইকবাল চট্রগ্রামের পটিয়া উপজেলার হাটগাঁও গ্রামের আব্দুল নবী মিয়ার ছেলে।তিনি ইসলামী ব্যাংক লি. মিয়ারহাট শাখার ম্যাসেঞ্জার পদে কর্মরত ছিলেন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ মো. গোলাম ছরোয়ার বলেন, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। রাতেই লাশ উদ্ধার করে ময়না তদন্তে রবিবার সকালে পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।