বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ কর্মসূচির বিরুদ্ধে পিরোজপুরের কাউখালী উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করেছে।বুধবার (১ নভেম্বর) সকালে উপজেলার শিয়ালকাঠির চৌরাস্তায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টনের নেতৃত্বে অবস্থান নেয় নেতাকর্মীরা।এসময় নেতারা বলেন, বিএনপি-জামাত যে নীল নকশা বাস্তবায়নের জন্য অবরোধ করছে তা বাস্তবায়িত হতে দেবে না আওয়ামী লীগ।মানুষের জানমালের নিরাপত্তায় রাজপথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।