পিরোজপুরের স্বরূপকাঠিতে ন্যাশনাল ব্যাংকের উপশাখা চালু হয়েছে।বৃহস্পতিবার (২ নভেম্বর)সকালে পৌরশহরের জগন্নাথকাঠি বন্দরে ওই শাখার উদ্বোধন করা হয়।ব্যাংকের বরিশাল বিভাগীয় শাখার ম্যানেজার শহীদুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করেন ইভিপি ও বিভাগীয় প্রধান সিআরএম (এমএসএমই) মো. শহিদুল ইসলাম ও উপজেলা আওয়ামীলীগের বর্ষিয়ান নেতা সাবেক সভাপতি আব্দুল হামিদ, উপজেলা চেযারম্যান আব্দুল হক, নেছারাবাদ -কাউখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোসা. সাবিহা মেহবুবা, সাবেক উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এসএম মুইদুল ইসলাম, ওসি মো. গোলাম সরওয়ার, প্রেসক্লাব সভাপতি মো. নজরুল ইসলাম, জগন্নাথকাঠি বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কালাম আজাদ, ঝালকাঠি শাখার ম্যানেজার ফিরোজ আহম্মেদ, উপশাখার ইনচার্জ মো. মহসিন কবির প্রমুখ।