যথাযোগ্য মর্যাদায় পিরোজপুরের কাউখালীতে জেল হত্যা দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে শুক্রবার ( ৩ নভেম্বর) সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে সন্ধায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে এম আব্দুস শহীদের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, সহ সভাপতি মাহমুদ খান খোকন, কাজী মাসুদ ইকবাল প্রমুখ।আলোচনা সভা শেষে জাতীয় চার নেতা ও বঙ্গবন্ধুর আত্মার প্রতি মাগফিরাত কামনায় দোয়া করা হয়।