1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সাংবাদিক কল্যাণ পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন গজারিয়া সড়ক দূর্ঘটনায় সাংবাদিক আহত ‎বর্ণাঢ্য আয়োজনে পিরোজপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন ‎ ‎পিরোজপুরে জাতীয়তাবাদী ১২ দলীয় জোট প্রধান মোস্তফা জামাল হায়দারের পক্ষে গণসংযোগ মুন্সীগঞ্জে নো ওয়েজ বোর্ড নো মিডিয়া সহ ২১ দফা দাবিতে সাংবাদিকদের মানববন্ধন কাউখালীতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ নার্সিং প্রশাসন একীভূতকরণের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন নেছারাবাদে ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম গ্রেফতার নেছারাবাদ আইডিয়াল ইনিস্টিউটের ভর্তি ফরম বিতরণ শুরু গজারিয়া মামলা থেকে বাঁচতে ঘোয়াল ঘরে অগ্নিকান্ডের ঘটনার অভিযোগ

নাজিরপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ১৬৬ বার পড়া হয়েছে

পিরোজপুরের নাজিরপুরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।শুক্রবার (৩ নভেম্বর) সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার মালিখালী ইউনিয়নের লড়া গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তব্য দেন, স্থানীয় ইউপি মেম্বার মনোজ কান্তি মণ্ডল, লড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক দিপঙ্কর সমদ্দার রিপাশ, স্থানীয় মসজিদ কমিটির সভাপতি মো. আফজাল হোসেন মোল্লা, স্থানীয় আস্থা কালী মন্দির কমিটির সভাপতি গজেন্দ্র নাথ বাড়ৈ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি লিটন মণ্ডল, ফুল মালা মণ্ডল।এ সময় তারা বালু উত্তোলন বন্ধে প্রধানমন্ত্রীসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।স্থানীয়রা জানান, একটি প্রভাবশালী মহল প্রায় একমাস ধরে স্থানীয় তালতলা নদীর মালিখালী ইউনিয়নের লড়া ও সাচীয়া এলাকায় তিনটি ড্রেজার মেশিন দিয়ে প্রতিদিন প্রায় শতাধিক বোর্ডে করে বালুর উত্তোলন করা হচ্ছে।এতে নদীর পূর্ব পাড়ের মালিখালী ইউনিয়নের লড়া ও সাচীয়া গ্রামে নদী ভাঙনের সৃষ্টি হয়েছে।ওই এলাকার নদী পাড়ে থাকা সাচীয়া লড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, লড়া মাধ্যমিক বিদ্যালয়, মাতৃ মঙ্গল সর্বজনীন সেবাশ্রম, দক্ষিণ লড়া আস্থা কালি মন্দির, দারুল কোরান মহিলা মাদরাসা, লড়া শ্মশান ঘাটসহ কয়েক শত একর জমি ও বসত বাড়ি হুমকির মুখে পড়েছে।এছাড়া ইতোমধ্যে ওই নদীর পশ্চিম পাড়ের শাঁখারীকাঠী ইউনিয়নের বৈবুনিয়া গ্রামের কয়েকটি বসতবাড়ি নদী ভাঙনে বিলীন হয়ে গেছে।এছাড়া ওই এলাকায় প্রাথমিক বিদ্যালয়, মসজিদ ও মাদরাসাসহ কয়েকশত একর জমি হুমকির মুখে।এ বিষয়ে জানতে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ড্রেজার মালিক আমিনুল ইসলামের মুঠোফেনে একাধিকবার ফোন ও ক্ষুদে বার্তা দিলেও কোনো উত্তর পাওয়া যায়নি।নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডাক্তার সঞ্জীব দাশ জানান, এ বিষয়ে মৌখিক একটি অভিযোগ পেয়েছি।অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓