পিরোজপুরের কাউখালীতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে কাউখালী উপজেলার সাড়ে তিনশত মসজিদে ইমামদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।পিরোজপুর-২ (কাউখালী-ভাণ্ডারিয়া-স্বরূপকাঠী) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহারাজ এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।রবিবার( ১২ নভেম্বর) দুপুরে জাতীয় ইমাম সমিতি কাউখালী উপজেলা শাখার আয়োজনে উপজেলা মুজিব শতবর্ষ মঞ্চে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সকল মসজিদের ইমামগন অংশ নেন।জাতীয় ইমাম সমিতি কাউখালী উপজেলা শাখার সভাপতি মোঃ ইমাম হোসেন খন্দকার এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাইদ মিয়া মনু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, টুঙ্গি পাড়া আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ তারেক রহমান, ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ মোস্তাফিজর রহমান, গাজী সিদ্দিকুর রহমান, কাউখালী কেন্দ্রীয় কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হোসাইন, নাঙ্গুলী মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মতিন প্রমুখ।সভায় স্মার্ট বাংলাদেশ ও একটি মানবিক মূল্যবোধের সমাজ গড়তে ইমামগণ অভিমত ব্যক্ত করেন।শেষে উপজেলার জামে মসজিদের সাড়ে তিনশত ইমামদের মহিউদ্দিন মহারাজ তার ব্যক্তিগত তহবিল থেকে শুভেচ্ছা উপহার হিসেবে পাজামা ও পাঞ্জাবী প্রদান করা হয়।