মুন্সীগঞ্জে সিরাজদিখান উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে সভায় প্রধান অতিথি ছিলেন,উপজেলা আইন শৃঙ্খলা কমিটির উপদেষ্টা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মহিউদ্দিন আহম্মেদ।উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদ এর সভাপতিত্বে ও উপজেলা সহকারি কমিশনার ভূমি উম্মে হাবিবা ফারজানার পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ,মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট তাহমিনা আক্তার তুহিন, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আব্দুল মতিন হাওলাদার, প্রাণি সম্পদ উন্নয়ন কর্মকর্তা ডা.শবনম সুলতানা, প্রকৌশলী মো:রেজাউল ইসলাম, স্বাস্থ্য কর্মকর্তা ডা.আঞ্জুমান আরা, চেয়ারম্যান ফোরামের সভাপতি ও জৈনসার ইউপি চেয়ারম্যান হাজী রফিকুল ইসলাম দুদু, প্রেসক্লাব সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল, উপজেলা ক্যাব সাধারণ সম্পাদক নাছির উদ্দীনসহ কমিটির সদস্য বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইউপি চেয়ারম্যানবৃন্দ।এ সময় উল্লেখযোগ্য আলোচনায় বক্তারা বলেন,কৃষি জমির মাটিকাটা,ডাকাতি বৃদ্ধি,নতুন শিক্ষাকার্যক্রম নিয়ে বিভ্রান্তি,মাদক- চোরাচালান,নারী নির্যাতন-ধর্ষণ-বাল্যবিয়ে এসব নিয়ে ব্যাপক আলোচনা হয়।