মুন্সীগঞ্জে সিরাজদিখান শুক্রবার গভীর রাতের কোন এক সময় চোর চক্রের সদস্যরা দোকানের সাটারের তালা ভেঙ্গে দোকানের ভিতরে প্রবেশ করে তিনটি বৈদ্যুতিক সেলাই মেশিন প্রায় আড়াই লাখ টাকা মূল্যের থান কাপড়সহ অন্যান্য জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে।উপজেলার ইছাপুরা ইউনিয়নের মুস্তফাগঞ্জ মাদ্রাসার কিন্ডার গার্ডেন মার্কেটের পূর্ব পাশে অবস্থিত রাজধানী টেইলার্স এন্ড ফেব্রিকস নামের একটি দোকান ঘরে এ দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।খবর পেয়ে সিরাজদিখান থানার এসআই আব্দুল কাদির ঘটনাস্থল পরিদর্শন করেন।রাজধানী টেইলার্স এন্ড ফেব্রিকসের মালিক মো: শাকিবুল ইসলাম চৌধুরী জানান,এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।বিষয়টি পুলিশ প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের অবগত করেছেন বলেও তিনি জানান।এ বিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মুজাহিদুল ইসলাম সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।