ময়মনসিংহের ফুলপুরে মরহুম শাহ কুতুব চৌধুরীর তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে মর্নিং পার্টি কতৃক আয়োজিত আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে মরহুম শাহ কুতুব চৌধুরীর জীবন কাহিনী নিয়ে আলোচনা হয়।সকলেই উনার আত্মার চিরশান্তি কামনা করেন।সকাল সাড়ে সাতটার দিকে হাজী রোডের মাথায় কদমতলায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল বাতেন সরকার।বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক আমিনুল হক, জৈষ্ঠ প্রভাষক আবু তাহের ফকির, শাহ কুতুব চৌধুরীর রাজনৈতিক সহচর হরমুজ আলী মাষ্টার, উপজেলা যুবলীগের সিনিয়র সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন, মোঃ মিল্টন আকন্দ সহকারী শিক্ষক কাজিয়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহ কুতুব চৌধুরীর ছেলে শাহ ইফতেখার আলম চৌধুরী দিপ্ত, সাংবাদিক এ টি এম রবিউল করিম সহ আরো অনেকেই এ-সময় উপস্থিত ছিলেন।মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা আজিম উদ্দিন।