মুন্সীগঞ্জ খেলাধুলায় বাড়ে বল মাদক ছেড়ে খেলতে চল” এ শ্লোগানে মুন্সীগঞ্জের সিরাজদিখানে দোসরপাড়া একতা সংসদ ও যুব সমাজের আয়োজনে মাদক বিরোধী দোসরপাড়া ফুটবল প্রিমিয়ার লীগ-২০২৩ সিজন-৫ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।ফুটবল প্রিমিয়ার লীগ-২০২৩ সিজন-৫ ফাইনাল খেলায় বায়ার্ন মিউনিখ বনান রিয়াল মাদ্রিদর মাঝে খেলা অনুষ্ঠিত হয়।শুক্রবার ২৪ নভেম্বর) ২৪ নভেম্বর বিকাল ৪ টায় উপজেলার লতব্দী ইউনিয়নের দোসরপাড়া ডিসি প্রজেক্ট সংলগ্ন মাঠে লতব্দী ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে ইউনিয়ন আওয়ামী ছাত্রলীগ ভারপ্রাপ্ত সভাপতি শ্যামল মোল্লার সঞ্চালনায় এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।এতে ট্রাইবেকারে বায়ার্ন মিউনিখ- ০২রিয়াল মাদ্রিদ-০৪ গোলে হারিয়ে বিজয়ী পুরস্কার গ্রহণ করেন।রেফারীর দ্বায়িত্ব পালন করেন শহরআলী মোল্লা।এ-সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,লতব্দী ইউনিয়ন পরিষদ ৭ নং ইউপি সদস্য মো:কামাল হোসেন মাদবর,লতব্দী ইউনিয়ন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও সাবেক ইউপি সদস্য আওলাদ হোসেন মাদবর, মোহাম্মদ আলী মোল্লা,আমির আলী,শুক্কুর আলী মোল্লা, কলিমউদ্দিন, আল-আমীন প্রমুখ