মুন্সীগঞ্জে উন্নয়ন,শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” এই শ্লোগানকে সামনে রেখে ০৯ ডিসেম্বর সকালে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত দুর্নীতি বিরোধী দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সারাদেশের ন্যায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে ৯ ডিসেম্বর সকালে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন কালেক্টর মাঠে সালামী মঞ্চে জাতীয় পতাকা ও দুনীতিবিরোধী পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মো: আবুজাফর রিপন বিপিএএ ও পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খাঁন।পরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে একটি র্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিন করে।র্যালী শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে মুন্সীগঞ্জ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব শাহজাহান গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক মো: আবুজাফর রিপন বিপিএএ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার,মোহাম্মদ আসলাম খাঁন।