ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলপুর উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী
ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদ্রাসার সাবেক শিক্ষক, আঞ্জুমানে হেমায়েতে ইসলামের সাবেক সহসভাপতি ও জামিয়া আরাবিয়া আশরাফুল বালিয়া মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মাওলানা মজিবুর রহমান সাহেবের জানাজার নামাজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকাল পৌনে পাঁচটার দিকে কাজিয়াকান্দা কামিল মাদ্রাসা মাঠে পড়া হয়। জানাজায় শত শত মানুষের ঢল নামে।জানাজায় বক্তব্য রাখেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি, সেহলার পীর আহম্মেদ হোসাইন, সাবেক এমপি শাহিদ সারোয়ার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন আহবায়ক অধ্যাপক হাবিবুর রহমান, আলেম উলামা সহ বিভিন্ন পেশাজীবী মানুষ।