আল মামুন,গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালীর গলাচিপায় দিনব্যাপী বেসরকারি সংস্থা ‘সুশীলন’ এর বাস্তবায়নে সিপিপি সেচ্ছাসেবকদের জন্য আগাম সতর্কীকরণ বার্তা (লাস্ট-মাইল) প্রচার বিষয়ক ওরিয়েন্টেশন এবং ইউনিয়ন ভিত্তিক স্থানান্তর পরিকল্পনা প্রস্তুত কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে এবং মাহফুজ আলম, হেড অব ফিল্ড অফিস, খুলনা এর সঞ্চালনায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তাসনিম তাবাচ্ছুম,প্রোগ্রাম এ্যাসোসিয়েট, সাব অফিস, বিশ্ব খাদ্য কর্মসূচি, খুলনা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস, সিপিপ এর গলাচিপা টিম লিডার মো. দেলোয়ার হোসেন, ইসমাইল হোসেন, প্রকল্প সমন্বয়কারী, ঘুর্ণিঝড় পুর্বাভাস ভিত্তিক কর্মসূচি, সুশীলন,খুলনা প্রমুখ।এছাড়াও সিপিপর কর্মকর্তা এবং সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।