মাহমুদা আক্তার ইভা :
বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব হাবিবুল্লাহ কাচপুরীর পুত্র প্রিয়ম কাচপুরীর ৩১ তম জন্মদিন উপলক্ষে শনিবার (১৩ জানুয়ারী) স্হানীয় একটি এতিমখানায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পারে মাদ্রাসার ছাত্রসহ গরিব,অসহায়দের মধ্যে তবারক ও কম্বল বিতরণ করা হয়।এসময় বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব হাবিবুল্লাহ কাচপুরী বলেন, আজ আমার ছেলের জন্মদিন।এদিনটি আমি প্রতি বছর এতিম ও অসহায়দের নিয়ে পালন করে থাকি।আপনারা আমার পরিবার ও আমার ছেলের জন্য দোয়া করবেন।আল্লাহ যেন আমার ছেলেকে সব সময় সুস্থ রাখেন, এবং আমিও যেন সব সময় মানুষের সুখে দুঃখে তাদের পাশে থাকতে পারি।