উজিরপুর (বরিশাল) প্রতিনিধি :
বরিশাল ২ (উজিরপুর -বানারীপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড রাশেদ খান মেননকে উজিরপুর সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন প্রতিষ্ঠান ফুল দিয়ে বরণ করেন।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের শপথ গ্রহণের পরে ১৪ জানুয়ারি রবিবার দুপুর ৩ টায় উজিরপুর উপজেলা পরিষদের সামনে তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।প্রথমে উজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ সিকদার বাচ্চু সাংসদ সদস্যকে বরণ করে নেওয়া হয়, পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেনের নেতৃত্ব এবং উজিরপুর পৌরসভার পক্ষ থেকে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী রাশেদ খাঁন কে ফুল দিয়ে বরণ করে নেন, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহমেদ সংসদ সদস্য কে বরন করে নেন।উজিরপুর সাংবাদিক ইউনিয়নের পক্ষে প্রতিষ্ঠানটির সভাপতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি আঃ রহিম সরদারের নেতৃত্বে সহ-সভাপতি চঞ্চল সরদার, যুগ্ম সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম,সংগঠনিক সম্পাদক নাজমুল হক মুন্না,নির্বাহী সদস্য কল্যাণ চন্দ্র, কোষাধ্যক্ষ মোঃ জাহিদ হাসান, দপ্তর সম্পাদক জুনায়েদ খান সিয়াম, প্রচার সম্পাদক বিপ্লব হাজারী, সদস্য মোঃমোয়াজ্জেম হোসেন, আলমগীর লস্কর, জাহিদুল ইসলাম মিঠু সহ অনেকেই উপস্থিত ছিলেন।