নাসিম উদ্দীন ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধিঃ
কুষ্টিয়ার ভেড়ামারাযর আড়কান্দিতে করিম বিড়ি ফ্যাক্টরিতে কাস্টমসের অভিযান।বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) বেশ কয়েক ঘন্টা ধরে চলা অভিযানে করিম বিড়ির দুটি গোডাউন সিলগালা করে দেয়া হয়।তামাক জাতীয় কিছু দ্রব্য গোডাউনে রেখে স্থানীয় ইউপি মেম্বারের জিম্মায় দেয়া হয়।বস্তায় ভর্তি কিছু মালামাল সহ কিছু দ্রব্য এই গাড়িতে তুলে জব্দ করা হয়।অভিযানের সময় উদ্ধারকৃত জব্দকৃত মালামালের বিষয়ে ব্যাপক গোপনীয়তা রক্ষা করেন কর্মকর্তারা।সাংবাদিকদের সামনে জব্দকৃত মালামাল উপস্থাপন করার জন্য অনুরোধ জানালে তা প্রত্যাখ্যান করেন তারা।পরবর্তীতে সেখানকার লোকজন এ বিষয়ে নানা প্রশ্ন তোলেন।