নাজমুল হক মুন্না উজিরপুর (বরিশাল) প্রতিনিধি :
ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইল -জয়শ্রী অংশে প্রায় পাঁচ হাজার বিভিন্ন জাতের গাছ এলাহি এগ্রো লিমিটেড নামে ভুয়া ওয়ার্ক অর্ডার দেখিয়ে কয়েক কোটি টাকার গাছ লুটপাটের চেষ্টা করে।কেটে নিয়ে যায় কোটি টাকার প্রায় শতাধিক গাছ।বিষয়টি বরিশাল সড়ক ও জনপদে নির্বাহী প্রকৌশলী মোঃ মাসুদ মাহমুদ সুমন এর কাছে জানাতে চাইলে তিনি বলেন সড়ক ও জনপদ কার্যালয় থেকে কোন গাছ কাটার টেন্ডার হয়নি।এমনকি যে ওয়ার্ক অর্ডারটি দেখানো হয়েছে সেটি ভুয়া। ঢাকা প্রধান কার্যালয়ের বৃক্ষপালন বিদের নির্বাহী প্রকৌশলী মীর মুকুট আহমেদের কাছে জানালে, তিনি তাৎক্ষণিক সড়ক ও জনপদের বরিশাল নির্বাহী প্রকৌশলীকে জানালে তিনি উপ-সহকারি প্রকৌশলী অরুন কুমার বিশ্বাসকে ঘটনাস্থলে পাঠিয়ে ২৪ জানুয়ারি মঙ্গলবার প্রয় ১৮টি গাছ জব্দ করে নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে নিয়ে আসেন।ওয়ার্ক অর্ডারের মাধ্যমে গাছ কাটার নেতৃত্বদানকারী হাবুল মেম্বার জানান, উপ-বিভাগীয় বৃক্ষ পালন বিদ ঢাকা অফিসের স্বারক ১২১/১/১১ নম্বর এর উঃবৃঃ তারিখ ৩১/১২/২০২৩ইং ও মানি রিসিভ ০৩/০০০৬৮৯২ তাং৩১/১২/২০২৩ইং দেখিয়ে প্রধান নির্বাহী বৃক্ষ পালনবিদ ঢাকা অফিসের সহকারি হারবড়িয়াম মোঃ আরিফুল ইসলাম নামক এক কর্মকর্তা আমার কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে অনুমতি ও সহযোগিতা করেন।এলাহি এগ্রো এন্টারপ্রাইজ এর অনুকূলে ওয়ার্কার দেন।এ বিষয়েএগ্রো এন্টারপ্রাইজে চেয়ারম্যান ফরহাদ মুন্সি জানান, আমার প্রতিষ্ঠান কোনো টেন্ডারের অংশগ্রহণ করেনি অথবা টেন্ডার পায়নি এবং আমি কিছু জানি না।সাংবাদিকরা অভিযুক্ত আরিফুর ইসলামকে বারবার ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।স্থানীয়রা জানান তারা এর পূর্বে শতাধিক গাছ কেটে লুটপাট করে নিয়ে যায়।