ওসমান গনি নিজস্ব প্রতিবেদক :
মুন্সীগঞ্জে টংঙ্গীবাড়ী উপজেলার যশলং এ ৫৬ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।আটক মাদক ব্যবসায়ী যশলং ইউনিয়নে সেরাজাবাদ এলাকার সেরাজাবাদ শাহী মসজিদ মহল্লার মৃত্যু আব্দুস কালামের পুত্র রহিম(৪০)।টংঙ্গীবাড়ী থানা অন্তর্গত দিঘিরপাড় পুলিশ ফাঁড়ির পুলিশ ইন্সপেক্টর মোঃ শাহআলম,বিষয়টি নিশ্চিত করে জানান,সোমবার দুপুর ৩ঘটিকা দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেরাজাবাদ এলাকার নিজ বাড়ি থেকে মাদক ব্যবসায়ী রহিমকে আটক করা হয়।এসময় তাঁর ঘর ও দেহ তল্লাশী করে ৫৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ঠ ধারায় থানায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।