গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালীর গলাচিপায় চলতি বছরের দাখিল ইংরেজি ১ ম পত্রের চলাকালীন সময়ে কালিকাপুর নুরিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে নির্দিষ্ট সীমানার মধ্যে সন্দেহজনক কাগজসহ রবিবার (৩ মার্চ) বেলা ১২ টার দিকে রাকিবকে আটক করে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট।ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যজিস্ট্রেট অভিযুক্তের কাছ থেকে উদ্ধার করা চিরকুটের সাথে ইংরেজি ১ম পত্র (১৩৬) পরীক্ষার ৯নং প্রশ্নের হুবহু মিল খুজে পায়।অভিযুক্ত রাকিবের উদ্দেশ্য ছিল নকল প্রস্তুত করে কেন্দ্রে সরবারহ করা।পারে ভ্রাম্যমাণ আদালতে দন্ডবিধি ১৮৬০ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী রাকিবকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা জরিমানা করে।মোঃ রাকিব শরীফ উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের কামার হাওলা গ্রামের রিপন শরীফের ছেলে।রাকিবের সহযোগী খাইরুল (১৪) কে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাকে গলাচিপা উপজেলা প্রবেশন অফিসারের জিম্মায় জামিন দেয়া হয়েছে।