1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত অভিনেতা সাইফ আলীর ওপর হামলাকারী সাজ্জাদের বাড়ি ঝালকাঠি কাউখালীতে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন গজারিয়া ৭১ টেলিভিশন মিথ্যে নিউজ প্রচারের বিরুদ্ধে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল ভান্ডারিয়ায় নির্মাণাধীন কালভার্টের গর্তে পড়ে মোটরসাইকেল চালাক নিহত ফুলপুরে যৌথ বাহিনীর অভিযানে ভারতীয় চিনি-জিরাসহ আটক ২ কণ্ঠশিল্পী মনির খানের বাবা মারা গেছেন গজারিয়া বিভিন্ন দপ্তর ও উন্নয়ন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক ওয়াজ নসিয়ত আমলেই পূর্ণতা আছে -ছারছীনার পীর ছাহেব কাউখালী উপজেলা স্কাউটস এর কমিটি গঠন: ইউএনও স্বজল মোল্লা সভাপতি, সুব্রত কমিশনার

রাতপোহালে মনপুরার দু’টি ইউনিয়নের ভোটগ্রহন

  • প্রকাশিত: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ৭১ বার পড়া হয়েছে

মনপুরা (ভোলা) প্রতিনিধি॥

ভোলার মনপুরায় দু’টি ইউনিয়নে নির্বাচনকে সামনে রেখে ভোটগ্রহনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।ইতোমধ্যে নির্বাচনি কেন্দ্রগুলোতে ব্যালটবাক্স ও সরঞ্জামাদি বিতরন করেছে নির্বাচন অফিস।পুলিশ প্রহরায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এসব সরঞ্জামাদি নিয়ে কেন্দ্রে কেন্দ্রে পৌছে গেছেন প্রিজাইডিং, সহকারি প্রিজাইডিং ও পোলিং অফিসাররা।এদিকে উপজেলার ১ নং মনপুরা ইউনিয়নে পূর্বের ধারাবাহিকতায় প্রত্যক্ষ ব্যালট ভোটের মাধ্যমে নতুন চেয়ারম্যান বেছে নেয়ার জন্য মুখিয়ে রয়েছে জনগন। পাশাপাশি উপজেলার মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন কলাতলী ইউনিয়ন পরিষদটি নবগঠিত হওয়ায় প্রথমবারের মতো ভোট দিতে উন্মুখ হয়ে আছেন ভোটাররা।এছাড়াও ভোটগ্রহনকে সামনে রেখে দ্বীপ উপজেলা মনপুরায় উৎসবমূখর পরিবেশের পাশাপাশি নিরাপত্তার চাদরে ঢেঁকে আছে উপজেলার দু’টি ইউনিয়ন।প্রশাসনের পক্ষ থেকে ৪ স্তরের নিরাপত্তার মধ্য দিয়ে ভোটগ্রহন অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল।ইতোমধ্যে ৭ জন ম্যাজিস্ট্রেট নির্বাচনী এলাকায় টহল দেয়া শুরু করেছেন।এই নির্বাচনে থাকছেন, ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ১ জন সার্বক্ষনিক আচরনবিধি রক্ষাকারি ম্যাজিস্ট্রেট।বিষয়টি নিশ্চিৎ করেছেন উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম।এছাড়াও পুলিশ, বিজিবি, কোস্টগার্ড ও আনসার ব্যাটালিয়ান সদস্যরা নির্বাচনি এলাকায় নিরাপত্তার দায়িত্বে থাকবেন।এদিকে উপজেলার দুটি ইউনিয়নে নির্বাচনকে কেন্দ্র করে বৃহস্পতিবার (৭ মার্চ) প্রচারনার কাজ শেষ করেছেন প্রার্থীরা।পোস্টারিং, লিপলেট বিতরন, ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাওয়া, উঠান বৈঠক ও গণসংযোগের মাধ্যমে প্রচারনার কাজ শেষ করে এখন শুধু ব্যালট বিপ্লবের অপেক্ষায় রয়েছেন তারা।দু’টি ইউনিয়নের মধ্যে ১ নং মনপুরা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন ৫ জন, সাধারন সদস্য পদে ৩০ জন, সংরক্ষিত সদস্য পদে প্রার্থীতা করছেন ১২ জন নারী।এছাড়া কলাতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দি না থাকায় বিনা প্রতিদ্বন্দিতায় বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আলাউদ্দিন হাওলাদার।এবং ৭,৮,৯ নং ওয়ার্ডে সংরক্ষিত সদস্য হিসেবে কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দিতায় নিলুফা আক্তার জয়ী হয়েছেন।ইউনিয়নটিতে চেয়ারম্যান পদে নির্বাচন না থাকায় জমে উঠেছে সদস্য প্রার্থীদের ভোটউৎসব।ইউনিয়নটিতে সাধারন সদস্য পদে ৪৪ জন ও সংরক্ষিত সদস্য পদে ৮ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।শনিবার (৯ মার্চ) রাত পোহালেই ভোটগ্রহন শুরু।সকাল ৮ টায় শুরু হয়ে ভোট গ্রহন চলবে বিকেল ৪ টা পর্যন্ত।উপজেলা নির্বাচন অফিসার ও দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার অনিমেষ কুমার বসু জানান, উপজেলার ১ নং মনপুরা ইউনিয়ন ও কলাতলী ইউনিয়নে মোট ১৮ টি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা রক্ষাকারি বাহিনী থাকায় কোন কেন্দ্রই ঝুঁকিপূর্ন নয়।তবে কোন প্রকার বিশৃঙ্খলা দেখা দিলে মোকাবেলা করার মতো পর্যাপ্ত রক্ষাকারি বাহিনী মোতায়েন রয়েছে।আশা করি শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহন সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓