মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি :
ময়মনসিংহের ফুলপুর উপজেলা প্রশাসন আজ বেলা সাড়ে তিনটার দিকে ফুলপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জাতীয় দিবসে যথাযথ মর্যাদায় জাতীয় পতাকা সঠিকভাবে, সঠিক সময়ে উত্তেলন করার জন্য ফুলপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্যাম্পেইন করা হয়। দিউ বালিয়া মোড়, ফুলপুর হাসপাতালের সামনে, ফুলপুর সরকারী কলেজ রোড় মোড়, আমুয়াকান্দা বাজার, ফুলপুর বাসস্ট্যান্ড ও শেরপুর রোড মোড়সহ উপজেলার বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন করা হয়।এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম আরিফুল ইসলাম এর নেতৃত্বে একটি দল উক্ত জাতীয় পতাকা উত্তেলন ক্যাম্পেইন করে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউল করিম রাসেল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ হাবিবুর রহমান, পৌর মেয়র মিঃ শশধর সেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো ফারুক আহমেদ, ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল বাতেন সরকার, বীর মুক্তিযোদ্ধা বিজয় চন্দ্র দাস, সমাজ সেবা কর্মকর্তা মো: শিহাব উদ্দিন খান, উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা মৌসুমী আক্তার, সাংবাদিক এ টি এম রবিউল করিম প্রমুখ।উল্লেখ্য যে, ফুলপুরে বিভিন্ন জাতীয় দিবসে জাতীয় পতাকা উত্তেলন খুবই নগন্য হয়। দেখলে মনে হবে যে, ওইদিন আমাদের দেশে কোন জাতীয় দিবস নেই।অথবা আমরা অন্য দেশে আছি।তাই আজ সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভার সিদ্ধান্ত অনুসারে উক্ত ক্যাম্পেইন করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, কোন দোকান পাঠ, কোন প্রতিষ্ঠান, সরকার ঘোষিত কোন জাতীয় দিবসে সঠিক ভাবে উত্তোলন করা না হয়, তা হলে তাদের বিরুদ্ধে জরিমানাসহ আইনানুসারে ব্যবস্থা নেওয়া হইবে।