মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি :
ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার মাছুম আহমেদ ভূঁইয়ার এ-র দিকনির্দেশনায় ফুলপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান এ র পরিচালনায় গোপন সংবাদ এ-র ভিত্তিতে এস আই আব্দুল খালেক সঙ্গী পুলিশ ফোর্স সহ ফুলপুর থানাধীন পৌর এলাকার কুরিয়ার ব্রিজ নামক স্থানে ভোর রাতে সন্দেহজনক কারনে চেক পোস্ট করেন এস আই আব্দুল খালেক ও তার পুলিশ ফোর্স এ সময় হালুয়াঘাট থেকে ময়মনসিংহ যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হয় শিমূল পরে তাকে তল্লাশি করে নিষিদ্ধ আমদানিকৃত ভারতীয় ৯ বোতল মদ সহ আটক করা হয়।শিমুল হালুয়াঘাট উপজেলার শামসুদ্দিনের ছেলে।এবিষয়ে জানতে চাইলে ফুলপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ বিষয়ে মাদক আইনে মামলা রুজু হয়েছে।আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।