নিজস্ব প্রতিবেদক :
মুন্সীগঞ্জে সিরাজদিখানে পবিত্র মাহে রমজান উপলক্ষে সিরাজদিখান প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।প্রেসক্লাবের হলরুমে সভাপতি মোহাম্মদ মোক্তার হোসেন সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতীব হাফেজ মাওলানা হাবিবুর রহমান।এ-সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:সাব্বির আহম্মেদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) উম্মে হাবিবা ফারজানা,উপজেলা কৃষি অফিসার আবু সাইদ শুভ্র, সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মুজাহিদুল ইসলাম সুমন কোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ এইচ এম সাইফুল ইসলাম মিন্টু।আরো উপস্থিত ছিলেন সাবেক সভাপতি শামসুজ্জামান পনির,কাজী নজরুল ইসলাম বাবুল,ইমতিয়াজ উদ্দিন বাবুল,সাবেক সাধারণ সম্পাদক যাবেদুর রহমান জুবায়ের সহ সকল সাংবাদিক বৃন্দ।