1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :

র‍্যাবের হাতে ডাকাত দিপক গ্রেফতার

  • প্রকাশিত: সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ৭৬ বার পড়া হয়েছে

সাইদুল ইসলামঃ

ঝালকাঠির কাঠালিয়ায় বীর মুক্তিযোদ্ধা মো. ইউসুফ আলীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনার প্রধান আসামি কুখ্যাত ডাকাত সরদার দিপক বড়াল কে আটক করেছে র‌্যাব-৮।সোমবার (২২ এপ্রিল) বিকেলে কাঠালিয়ার বানাই এলাকা থেকে তাকে আটক করা হয়।দিপক বড়াল কাঠালিয়া উপজেলার ছোনাউটা এলাকার শ্রী ধীরেন চন্দ্র বড়াল এর ছেলে৷র‍্যাব জানায়, গত ২০ মার্চ গভীর রাতে ঝালকাঠি জেলার জেলার কাঠালিয়া থানাধীন বানাই গ্রামের বাসিন্দা বীর মুক্তিযুদ্ধা মোঃ ইউসুফ আলী এর বাড়িতে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ঘটে।ডাকাতির সময় বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহার করে পরিবারের সদস্যদের হাত পা বেধে মারধর করে ভয়ভীতি প্রদর্শন করে বাড়িতে রক্ষিত মোট ২০ ভরি স্বর্ণ, নগদ ৯২,০০০/— (বিরানব্বই হাজার) টাকা, একটি মোবাইল ও সিসি ক্যামেরার ডিভিআর লুণ্ঠন করে নিয়ে যায়। এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী বাদী হয়ে কাঠালিয়া থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন৷র‍্যাব আরও জানায়, আসামী দিপককে গ্রেফতারের পর উক্ত ডাকাতির ঘটনার বিষয়টি স্বীকার করে এবং জানায় যে, তিনি সংঘবদ্ধ ডাকাত দলের সরদার।তার নেতৃত্বে দেশের বিভিন্ন অঞ্চল থেকে জনবল সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে ডাকাতি করে থাকে। তাকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য অনুযায়ী লুন্ঠিত মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।এছাড়াও, আসামির নামে কাঠালিয়া থানায় পৃথক ডাকাতির মামলাসহ একাধিক মামলা রয়েছে।সোমবার (২২ এপ্রিল) সন্ধ্যায় গ্রেফতারকৃত আসামীকে কাঠালিয়া থানায় হস্তান্তর করা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓