কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :
আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাইদ মিঞা মনুর ঘোড়া প্রতীকের পক্ষে উঠান বৈঠক ও পথসভা করেছেন আমরাজুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন মুন্সি।বুধবার (৮ মে) বিকেলে উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের হরিনধারা স্কুল মাঠ ও সোনাকুর সাইক্লোন সেল্টা এ উঠান বৈঠক ও পথসভা করেন।
সভায় আমরাজুড়ির ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, আবু সাইদ মিঞা মনু গত দুই বার সয়না রঘুনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বর্তমানে উপজেলা চেয়াম্যান হয়েও এলাকায় কোন মাদক ও সন্ত্রাসী কর্মকান্ডকে প্রশ্রয় দেননি।তার টাকার লোভ নেই।তিনি কাউখালীর মানুষের ভালবাসায় বেঁচে আছেন। তিনি আপনাদের ভালবাসা নিয়ে মরতে চান।তাই আগামীর স্মার্ট কাউখালী উপজেলা গড়ার প্রত্যশায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান আবু সাইদ মিঞা মনুকে ঘোড়া প্রতীকে আপনারা ভোট দিবেন।কোন সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি ধামকি ও ভয়ভীতি তোয়াক্কা না করে সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে ঘোড়া প্রতীকে ভোট দিয়ে আবু সাইদ মিঞাকে বিজয়ী করবেন।
ইউপি সদস্য মোঃ ইদ্রিস হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সময় উপস্থিত ছিলেন, তরুণ সমাজ সেবক মোঃ রাসেল আহমেদ, সাবেক ইউপি সদস্য সেকেন্দার শেখ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিপন শেখসহ স্হানীয় ভোটারগন।