আল মামুন,গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও দুজন গুরুতর আহত হয়েছেন।গলাচিপা ও উলানিয়া সংযোগ সড়কে শুক্রবার (৩১ মে) রাত সাড়ে সাতটার দিকে রাজ সিনেমা হলের সম্মুখে ইঞ্জিল চালিত টমটম নিয়ন্ত্রণ হারিয়ে এ সড়ক দুর্ঘটনা ঘটে।এসময় ঘটনাস্থলেই একজন নিহত ও দুজন গুরুতর আহত হয়।স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসেন।কর্তব্যরত ডাক্তার জিহাদকে মৃত ঘোষণা করেন এবং প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য গুরুতর আহতদেরকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।হাসপাতাল হতে লাশ ময়নাতদন্তের জন্য গলাচিপা থানায় পাঠানো হয়েছে।ডাকুয়া ইউনিয়নের বড়চত্রা গ্রামের জাকির হোসেনের ছেলে মৃত জিহাদ (১৫)।এছাড়া আহতরা হলেন, রতনদি তালতলী ইউনিয়নের উলানিয়া গ্রামের হালিম গাজীর ছেলে শাহজাহান (৩৮) ও একই ইউনিয়নের গুরিন্দা গ্রামের দুলাল ফরাজি ছেলে ফয়সাল (১৭)।অফিসার ইনচার্জ মো. ফেরদৌস আলম খান জানান, খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায় এবং লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালীর মর্গে পাঠানো হয়েছে।