কামরুল ইসলাম খান ফুলপুর ময়মনসিংহ প্রতিনিধি :
বিশ্বসেরা গবেষক ন্যানো বিজ্ঞানী মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ময়মনসিংহের ফুলপুর উপজেলার চরনিয়ামত গ্রামের কৃতি সন্তান ড. সাইদুর রহমান স্যারের উদ্যোগে গরিব অসহায়, টোকাই ও ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।শনিবার (৮ জুন) বেলা সোয়া ২টার দিকে শেরপুর রোড মোড়ে রাজিন প্লাজার সামনে থেকে ৬০ জন মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।খাবার হিসেবে জনপ্রতি ১ পোয়া নাজির চালের ভাত, ৫ টুকরো গরুর গোশত, মশুর ডাল ও সালাদ বিতরণ করা হয়।বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ফুলপুর প্রতিনিধি দৈনিক বাংলাদেশ নিউজ পত্রিকার সম্পাদক দারুল ইহসান (এক্সিলেন্ট) মাদরাসার পরিচালক মো. আব্দুল মান্নান এর আয়োজন করেন। বিতরণ কাজে সহযোগিতায় ছিলেন সিনিয়র সাংবাদিক নুরুল আমিন, ডেন্টিস্ট মো. জোবায়েদ হোসেন সোহাগ, আব্দুস সালাম, আলী আকবর, এমদাদ হোসেন, মুয়াজ্জিন হাফেজ মাহদী হাসান, হাফেজ মুস্তাক্বীম, ইহসানুল মান্নান প্রমুখ।