একটি গাছে দুটি পাখি
কবিঃ-জেসমিন জাহান নিপা
নিজস্ব প্রতিবেদক
একটি গাছে দুটি পাখি
বেঁধে ছিলো বাসা
প্রবল ঝড়ে ভেঙ্গে দিলো
পাখি দুটির আশা।।
বাঁধন হারা পাখি দুটি
কিচিরমিচির ডাকে
বেদনা নীলাভ রঙে উপছে
পড়ে বকুল শাখে।।
হরেক রকম পাখির মাঝে
একটি পাখি কেনা
বসন্ত এলে ফোঁটে যেমন
টগর ,হাসনা -হেনা।।
ধুঁকে ধুঁকে কষ্ট নিয়ে
অবুঝ দুটি মনে
প্রতিটি দিন যাচ্ছে যেনো
বিরহের ও সনে।।
দুটি প্রাণ দু’দেশেতে ছট
পটিয়ে যে মরে
বিনি সুতার মালা খানি
যায় না রাখা ধরে।।
বিনা মেঘে বর্ষন হয়ে
পাখিরা নীড় হারা
হৃদয় হীন মানুষ রূপে
নির্দোয় হলো তারা।।